যে লালকেল্লায় স্বাধীনতার পতাকা উজ্জীন করতে চেয়েছিল আজাদ হিন্দ সেনারা সেখানেই তাঁদের বিচার হয়েছিল। ১৯৪৫এর নভেম্বরে সারা দেশ উত্তাল হয়ে উঠলো এই খবরে। ব্রিটিশ মিনিস্ট্রিতে তখন চাপা উত্তেজনা, নভেম্বরের ভারতের রাজপথ যেন ফ্রান্সের বাস্তিল ধ্বংসের স্মৃতি স্মরণ করায়। গোপনে ব্রিটিশ সরকার হত্যা করতে লাগলো বহু আজাদ হিন্দ সেনাকে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সেই অলিখিত কাহিনী, বহু গোপন ষড়যন্ত্রের নীরব সাক্ষী এই গ্রন্থ।