দুধ সরবরাহের এক ঘোড়ার গাড়িতে চেপে গোয়ালার ছদ্মবেশে পূর্ব এশিয়ার রণাঙ্গনে আই এন এ-র এক মৃতপ্রায় সেনানীকে দেখতে এসেছিলেন সুভাষচন্দ্র। ব্রিটিশ পুলিশের চোখকে ধূলো দিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে গৃহবধূর ছদ্মবেশে রান্নার অভিনয়ও করেছেন সূর্য সেন। খড়গপুর রেলজংশনে একটা চায়ের দোকানে কর্মচারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেধাবী ছাত্র বিপ্লবী সুরপতি চক্রবর্তী। রাসবিহারী বসুর অজস্র ছদ্মনামের মধ্যে একটি ছিল 'ফ্যাটবাবু'। ক্ষুদিরামের ছদ্মনাম ছিল 'হরেন সরকার', প্রফুল্ল চাকীর নাম দেওয়া হয়েছিল 'দীনেশচন্দ্র রায়'। আমৃত্যু দুজনে দুজনকে এই ছদ্মনামেই চিনতেন। ইতিহাসের ধুলো ঝেড়ে অগ্নিযুগের বিপ্লবীদের ছদ্মনাম ও ছদ্মবেশ ধারণের অজস্র চমকপ্রদ ঘটনায় সমৃদ্ধ 'অগ্নিযুগের বিপ্লবীদের ছদ্মনাম ও ছদ্মবেশ' গ্রন্থটি।