অগ্নিযুগের চন্দননগর ব্রিটিশ ভারতের তপ্ত মরুভূমিতে এক মরূদ্যান। মাটির তলায় গুপ্ত কুঠুরিতে বোমা তৈরি, দেশের তাবড় তাবড় ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসারদের হত্যার পরিকল্পনা, চন্দননগরের বিপ্লবী কার্যক্রম-এই শহরকে বিপ্লব-দুর্গে পরিণত করে। শহিদ কানাইলাল গড়ে দিলেন ভিত্তিপ্রস্তর, রাসবিহারীর আন্তর্জাতিক চিন্তা এবং মতিলাল রায়, শ্রীশ চন্দ্রের বিপ্লবী পরিকল্পনা সেই বিপ্লব- দুর্গের ইমারত। চন্দননগরের বিস্ফোরক প্রস্তুতি, গুপ্তহত্যা ব্রিটেনের ত্রাস হয়ে উঠেছিল। গঙ্গাতীরের এই ছোট্ট শহর অগ্নিযুগের চন্দননগরের তথ্যসমৃদ্ধ রোমাঞ্চকর কাহিনি।