এখানে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আমি আলাদা করে কোনো সচেতন চেষ্টা করিনি। তাই নানান সময়ের, নানান স্থানের, নানান বিশ্বাসের, নানান ক্ষেত্রের মানুষের কথা বলেছি। বিভিন্ন ভাব ধারার এইসব মানুষদের একটি বিষয় আমাকে আকৃষ্ট করেছে, যেদিকে পাঠকের নজর আকর্ষণ করতেও আমি চেয়েছি, তা হল, তাঁদের উজ্জ্বল চরিত্র বৈশিষ্ট। যার কারণে নিজের সময়ে কেউ হয়ত অবহেলিত হয়েও, ইতিহাস নিশ্চরই তাঁকে ভুলবে না। মাঝখানে একটা জায়গায় আমি লিখেছি, আমার মত তৃণের পক্ষে এই মহীরুহের দিকে তাকানোই ধৃষ্টতা। তবু নজরুলের ভাষায় বললে, 'তাঁদের কথা শোনাই তোদের, আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে'।