আমেরিকা নিয়ে বাঙালি বা অনান্য ভারতীয়দের মধ্যে ভীতি ও সম্ভ্রম যুগপথ দুটোই রয়েছে। আমেরিকা যে 'স্বপ্নপুরী' তা গড়পড়তা বাঙালি তরুণ তরুণীদের জিজ্ঞেস করে ইতিবাচক উত্তরেই প্রত্যক্ষ হয়। তবে বিচক্ষণ চিন্তাশীল এদেশীয় নাগরিকেরা আমেরিকাকে দেখেন নানাভাবে। এই দেশ সম্পর্কে তাঁদের মনোভাব নেতির দিকেই ঝুঁকে আছে। আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আস্বস্ত হওয়ার কিছু কারণ যেমন আছে তেমনি এর চিরকালীন জাতি বৈরীতা, অর্থনৈতিক শ্রেণি বিভাজন, গোপন বর্ণবাদ ইত্যাদির কুফলও কী ব্যাপক তা সাজানো আমন্ত্রিত সফরের 'দর্শন' দিয়ে উপলব্ধি করা যাবে না। শুনেছিলাম, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরে রাষ্ট্র নায়কেরা ঠিক করেছিলেন দেশটি কৃষিভিত্তিক অর্থনীতি অবলম্বন করে একটি আধ্যাত্মবাদী রাষ্ট্র হয়ে থাকুক। কিন্তু ক্রমশ সোনা সহ অন্যান্য খনিজ বনজ সম্পদের লোভে পুঁজিবাদ সেখানে জাঁকিয়ে বসে। শুরু হয় ভাগ্যান্বেষীদের আনাগোনা। সহজে সম্পদ আহরণ করার প্রতিযোগিতায় আদি বাসীন্দারা বিলুপ্ত প্রায় হয়ে যান। একটা সময় এসে সাম্রাজ্য বিস্তার করতে নানা পরোক্ষ উপায়ের চাষ হয় এই আমেরিকায়। আজকের আধিপত্যবাদী আমেরিকা তার-ই চূড়ান্ত রূপ। লেখক আমেরিকার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থানটি নিজের চল্লিশ বছরের অভিজ্ঞতায় সহজ ভাবে এঁকেছেন। এই বইটি আসলে মোহাবিষ্ট বাঙালিকে মোহমুক্ত করার আহ্বান।
AMARIKA SWAPNAPURI NA HATYAPURI Writen by : Partha Bandyopadhyay