ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব পণ্ডিত শঙ্কর ঘোষ (১৯৩৫-২০১৬)। তবলা শাস্ত্রের আধুনিক বিবর্তনের অন্যতম পথিকৃৎ হিসাবে তিনি ই তিহাসে স্থান করে নিয়েছেন। অতি ছেলেবেলা থেকে ছন্দের গাণিতিক হিসাব সম্বন্ধে আগ্রহ শঙ্কর ঘোষকে দিয়েছে এক দুর্লভ শক্তি, যে কোন তালে লহরা বাজাবার বা সঙ্গত করার ঐশ্বরিক ক্ষমতা। শুধু শাস্ত্রীয় ব্যাকরণ নয়, সূক্ষ্ম নান্দনিক প্রকাশেও তাঁর অপরিসীম দক্ষতা ছিল যা শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখত। তিহাই- এর জটিল হিসাবের ব্যবহারে তাঁর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তাঁর বাদনশৈলীকে এক অনন্য মাত্রায় উন্নীত করে। আনদ্ধ (প্রথম ও দ্বিতীয় ভাগ), তিহাই এর সূত্র। প্রতিটি পুস্তকই বাংলায় লেখা [ইংরাজি অনুবাদ বর্তমানে প্রকাশিত]। তাঁর এই বই তিনটিতে তিনি তাঁর সমস্ত জ্ঞান ও ভাবনা তবলার ছাত্র-ছাত্রীদের জন্য উজাড় করে দিয়েছেন।