ইতিহাস তাঁর জন্য চিরকাল আগ্রহী। তাঁর শিলালিপির অনবদ্য সম্ভার তাঁকে ইতিহাসে বিশিষ্ট স্থান দিয়েছে। অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার হয় ১৮৩৭ সালে। শিলালিপিগুলি নৃপতি অশোকের আত্মকথন নয়, তাঁর সময়কালের দর্পণ। গুরুত্বপূর্ণ ঘটনা, প্রশাসনিক নির্দেশ, কার্যাবলী, সম্রাট অশোকের মানসিক পরিবর্তনের কথা, বৌদ্ধধর্ম ও তাঁর প্রসূত মানবধর্ম, অহিংসা, জীবকল্যাণ, পরিবারের কথা প্রভৃতি শিলালিপিগুলির বিষয়বস্তু। অশোকের শিলালিপির পাঠোদ্ধার না হলে ইতিহাসের একটা দীর্ঘ সময় অজানা থেকে যেত। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অশোকের শিলালিপিকে কেন্দ্রে রেখে অশোকের সময়কালের এক রেখচিত্র নির্মাণ করেছেন লেখক।