দীনেশচন্দ্র সিংহ তাঁর 'আশুতোষ মুখোপাধ্যায়ের শিক্ষাচিন্তা' গ্রন্থে লিখেছেন, "১৯০৬ খ্রিষ্টাব্দে আশুতোষ বিশ্ববিদ্যালয়ের হাল ধরতেই যেন যাদুস্পর্শে তার জড়দেহে যৌবনের জলতরঙ্গ বেজে উঠল। তাঁর সযত্ন লালন পালনে শিক্ষা-চারাটি মহামহিরুহে পরিণত হল এবং ফলেফুলে ছায়ায় চারিদিক পরিব্যাপ্ত করে তুললো অচিরকাল মধ্যে।" উনবিংশ শতাব্দীর বঙ্গ নবজাগরণের অন্যতম ঋত্বিক, সারস্বত কুলতিলক স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের (১৮৬৪-১৯২৪) প্রয়াণ এই বছর শতবর্ষে পদার্পণ করেছে। এই স্মারক সংকলনে সংকলিত হয়েছে স্যার আশুতোষ প্রদত্ত বিভিন্ন দুষ্প্রাপ্য অভিভাষণ, সমাবর্তন বক্তৃতাসমূহ, পত্রাবলী। সেইসঙ্গে মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের স্মৃতিচারণে আশুতোষ এই গ্রন্থে নবরূপে প্রতিভাত হয়েছে। এছাড়াও আজ হতে ৯০ বছর পূর্বের বিভিন্ন প্রাতিষ্ঠানিক নথিপত্রে আশুতোষ প্রসঙ্গও এই সংকলন-গ্রন্থে পুনরাবলোকন করা হয়েছে।