গুরুচরণ মহলানবিশ বঙ্গীয় পাঠকসমাজের কাছে অপরিচিত হলেও তাঁর পৌত্র বিশ্ববিশ্রুত রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশের পরিচয়ে তাঁকে বিলক্ষণ চেনা যায়। প্রথাগতভাবে স্বল্পশিক্ষিত এই মানুষটি বিচির কর্মোদ্যমে স্বকীয়তার নজির রেখেছিলেন। তাঁর "আত্মকথা' সমকালীন সমাজের দর্পণ ও ব্রাহ্মা আন্দোলনের দলিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা-বিবার আন্দোলনকে সার্থকতা দিতে গুরুচরণ মহলানবিশ ১৮৬৪ খ্রিস্টাব্দে রুক্মিনী চক্রবর্তী নামী এক বিধবাকে বিবাহ করেন। বিদ্যাসাগর, বিজয়কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন আনন্দমোহন বসু প্রমুখ স্বনামধনা বাক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রসঙ্গ এই গ্রন্থে অন্য মাত্রা যোগ করেছে। বহুদিন মুদ্রিত না থাকা এই আকর গ্রন্থটি ব্রাহ্মাআান্দোলন-গবেষক প্রয়াত গৌতম নিয়োগীর সম্পাদনায় নব সংস্করণে বিন্যস্ত হল।