বাবাসাহেব আম্বেদকর ব্রাহ্মণ্যসংস্কৃতি বর্জন করেছিলেন। ভারত সংস্কৃতিকে নয়। ভারত সংস্কৃতি তাঁর দৃষ্টিতে ছিল আত্ম-মিলনের ভূমি। এই মিলনের সন্ধান তিনি পেয়েছিলেন বৌদ্ধধর্মে। হিন্দু বর্ণাশ্রম ধারার অত্যাচার থেকে দলিত শ্রেণির মানুষদের মুক্তিদানের উদ্দেশ্যে হাজার হাজার দলিত মানুষকে সঙ্গে নিয়ে বৌদ্ধধর্মে দীক্ষিত হয়েছিলেন তিনি। দলিত শ্রেণিকে হিন্দু বর্ণাশ্রমের অবহেলা, পেষণ থেকে মুক্তিদানের প্রচেষ্টা এবং সেই প্রসঙ্গে বাবাসাহেব আম্বেদকরের সংক্ষিপ্ত জীবনকথা এই গ্রন্থের মূল উপজীব্য। রাহুল সাংকৃত্যায়ন-কৃত 'বাবাসাহেব আম্বেদকর' এবং 'নবদীক্ষিত বৌদ্ধধর্ম'-এই দুটি রচনার সমাহারে এবং সায়ন্তনী ভট্টাচার্যর সাবলীল অনুবাদ ও সম্পাদনায় এবং সমৃদ্ধ টীকা-টিপ্পনী সহযোগে এই গ্রন্থটি আম্বেদকর চর্চায় নবতম সংযোজন হবে বলেই আশা করি।
Baba Saheb Ambedkar O Taar Nabadikshita Bouddhyadharma