জীবন সায়াহ্নে ১৯৪১ সালের ২১শে জানুয়ারির এক প্রত্যুষে উদয়নের আঙিনায় বসে লিখেছিলেন রবীন্দ্রনাথ, 'আমার কবিতা, জানি আমি, গেলেও বিচিত্রপথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি।' (জন্মদিন ১০নং কবিতা) 'বাংলা আঞ্চলিক কবিতা সংগ্রহ' সেই মাটির কাছাকাছি থাকা কবিদের সৃষ্টিসম্ভারের এক ব্যতিক্রমী সংকলন। লোকসাধারণের আকাঁড়া ভাষা ও চিত্রকল্পে সমৃদ্ধ বাংলা কবিতার এই ভাণ্ডার আপন স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল। শিকড়ের যে মানুষজন বাংলার মাটিতে হাজার বছর ধরে কেতাবি বাবু সংস্কৃতির চৌহদ্দির বাইরে বাংলার প্রান্তজনের সংস্কৃতির স্রোতধারাকে অফুরান প্রাণপ্রাচুর্যে সঞ্জীবিত করে আজও বহমান করে রেখেছেন তাদের কথকতা নিয়েই 'বাংলা আঞ্চলিক কবিতা সংগ্রহ'। এ যেন মাটির কবিতায় মাটির টানে মাটির উঠানে ফিরে যাওয়ার আহ্বান। সংকলনটিতে রয়েছে অসমের কাছাড় ও শিলচর সহ দুই বাংলার একশো চোদ্দ জন কবির আঞ্চলিক ভাষায় লেখা দুই শতাধিক কবিতা। আমাদের প্রত্যাশা বাংলার কবিতাপ্রেমী মানুষরা, আবৃত্তিচর্চার শিল্পীরা, গবেষকরা এখানে আবিষ্কার করতে পারবেন এক অন্যধারার সাংস্কৃতিক উত্তরাধিকার।