কবি জসীমউদ্দিন থেকে শুরু করে বাংলাদেশের নবীন প্রজন্মের কবিদের সুনির্বাচিত কবিতার এই সংকলনটি ইতিমধ্যেই পাঠকমহলে বাংলাদেশের কবিতার একট প্রামাণ্য সংকলন হিসেবে সমাদৃত। বিশ শতকের একাধিক প্রজন্মের ৮৫ জন কবির পাঁচ শতাধিক কবিতার এই সুবৃহৎ সংকলনটি যুগ্মভাবে সম্পাদনা করেছেন কবি রণজিৎ দাশ এবং বাংলাদেশের কবি সাক্তাদ শরিফ। তাঁদের দক্ষ সম্পাদনায় এই অনবদ্য কাব্য-সংকলনটি ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তায় অভিনন্দিত এই সংকলন বিশ শতকের বাংলাদেশের কবিতার একটি বিশদ ও সমুজ্জল রেখাচিত্র এখানে দেখা যাবে, জল-মাটি-মানুষের ওতপ্রোত মায়াটানে বাংলাদেশের কবিতা কত প্রাণবন্ত ও ভাস্বর। আবার স্বাধীনতালাভের মুক্তিযুদ্ধে সেই কবিতা কত বলিষ্ঠ সংগ্রামী। এবং তরুণ প্রজন্মের নব নব আধুনিকতার নিরীক্ষায়, সেই কবিতা কত বিচিত্রগামী। এই সংকলন, বাংলা কবিতার বৃহৎ অখণ্ড আসরে বাংলাদেশের কবি ও কবিতার যথোচিত মর্যাদার আসনটি সূচিত করবে, এই আমাদের বিশ্বাস।