Banglay Smritir Pesha O Peshajibira 1
Banglay Smritir Pesha O Peshajibira 1
মাঝে মাঝে পর্যটক জাহাজ এসে খোঁজ নিয়ে যায় জনপদের। গণমাধ্যমে কাঁসারিদের খবর বের হয়। কাঁসারি-জন্ম পূর্বপুরুষ-নৈপুণ্যে স্মৃতিমেদূর হয়। ইতিহাসের কথা বলে। ঐতিহ্যের কথা বলে নিষ্ফলা ক্ষোভে, ধরে আসা কণ্ঠস্বরে। মুরাদাবাদ থেকে মুর্শিদাবাদ, নবদ্বীপ থেকে নাকশিপাড়া, দত্তপুকুর থেকে মাটিয়ারি, করের ভারে ন্যুক্ত। কান্না শোনার, চোখের জল মোছার কেউ নেই। কাঁচামাল দুর্মূল্য। স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়ামের শ্বদাত থেকে বাঁচার রাস্তা নেই। গরিবরা এনামেল ছেড়ে অ্যালুমিনিয়ামে আশ্রয় নিয়েছে, মধ্যবিত্তরা স্টেনলেস স্টিলে। কাঁসারি মহল্লার ছন্দহীন ঠুকঠাক ঠুংঠাং ক্ষীণ শব্দে লুকোনো কান্না বাজে। কারখানাগুলি শ্রীহীন, স্তব্ধ। সূর্যাস্তের দিকে মুখে করে নিজেদের কর্মশালায় ফেরে কাঁসারিরা। দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় মঙ্গলঘট, থালা, বিরিয়ানির হাঁড়িতে। এককোণে পড়ে থাকে হাতুড়ি, নোঙালি, আয়তাকার পিতল ফাঁসা, বৃত্তাকার চাকি, বাতিল জগ বালতি, ভাঙরি-কোনো দূর ভবিষ্যতের প্রত্নতাত্ত্বিক খননের অপেক্ষায়।
Banglay Smritir Pesha O Peshajibira 1
Editor : edited and compiled by Sujan Bandyopadhyay
Publishers : Suprokash