Basana Charcha ( nari, a-nari, ati-nari katha)
Basana Charcha ( nari, a-nari, ati-nari katha)
সত্যিই কি ভারতীয় নারীদের ওপর যুগ যুগ ধরে চেপে বসে আছে যৌনসুখ সম্বন্ধে একটি অপরাধবোধের অনুভব? যৌনতায় তার যোগদান কি কেবলমাত্র সন্তান কামনায়? বাকি যৌন চাহিদা বিষয়টা একেবারেই পুরুষের ডোমেইন? নিজের কামনা বাসনা চরিতার্থ করতে চায় একমাত্র নষ্টা স্ত্রীলোক? এই বই চেয়েছে 'নারী'র ধারণাটাকে একটু নেড়েঘেঁটে দেখতে, আর কামবাসনা বিষয়টাকেও একটু উলটে পালটে ধরতে। তাই 'নারী'র সঙ্গে 'অ-নারী', 'অতি নারী' এসেছেন, নারী শরীর ছাপিয়ে নারী চিহ্নিত শরীরের প্রসঙ্গ এসেছে, কামবাসনার সঙ্গে ইতিহাস থেকে শুরু করে, ধর্ম, নীতি, সম্পর্ক, মিডিয়া, রাজনীতি-অর্থনীতি, কামহীনতা, ফ্যান্টাসি, সেক্স এবং শৃঙ্গার, বিয়ে, ভায়লেন্ট কামনা, ইত্যাদি সবই এসেছে: যাতে ইন্দ্রিয়জ এবং ইন্দ্রিয়াতীত, সবরকম ভাবেই কামবাসনাকে বুঝতে পারা যায়।
Basana Charcha ( nari, a-nari, ati-nari katha)
Edited by Gargi Roychowdhury Sumita Beethi
Publisher : LA STRADA PRAKASHAN