বসন্ত ও যামিনী রায়ের সম্পর্ক ছিল দীর্ঘ ২৩ বছরের (১৯৪৯-৭২) এই তেইশ বছরে যামিনী ও তাঁর পরিবার বসন্তকে লিখেছেন প্রায় চারশোর বেশি চিঠি। বসন্ত হয়তো লিখেছেন তার তিনগুণ। কিন্তু কোনও এক অদৃশ্য কারণে তাঁর লেখা চিঠির হদিশ আর মেলে না। অপরপক্ষের প্রতিটি চিঠিই বসন্ত সযত্নে লালন করেছেন বলেই আজ শিল্পের ইতিহাসে এক অন্য আলো পড়ার সম্ভাবনা তৈরি হল। কিন্তু বসন্তের লেখা চিঠি কোথায় ও কেন হারিয়ে গেল, তাঁর আঁকা ছবিই বা কোথায় গেল? এই সব প্রশ্ন নিয়ে লেখা হয়েছে এই বইয়ের নানা প্রবন্ধ। সেই সঙ্গে রইল শিল্পী বসন্ত জানার সৃষ্টির মৌলিকত্বের সন্ধানে উত্তরসাধকদের লেখা একগুচ্ছ মূল্যবান প্রবন্ধ। আর যামিনী রায়ের অজস্র চিঠির মুদ্রিত পাঠ ও একাধিক প্রতিলিপি আর বসন্ত জানার আঁকা ছবি।