স্কেচ ও ছোটগল্প- দু'য়ের মধ্যে শিল্পগত ফারাক। স্কেচে যে-কোনও কুশীলব এবং তার মধ্যে একটি বিশিষ্টতার সূত্র খুঁজে পাই, যা তারই জীবনের কথা। ছোটগল্পেও পাঠক জীবনের কথা খুঁজে পায় এবং চরিত্রকেও। ওখানেই তা সীমাবাদ্ধ থাকে না, একটি ভাবমন্ডলও গড়ে ওঠে, যা বিশেষ থেকে নির্বিশেষ। এখানে 'বেলা অবেলার কুশীলব'- য়ে একটি পরীক্ষার প্রয়াস আছে, যাতে কোনও কুশীলবের নিছক বিশিষ্টতা বা ব্যক্তিটিরই জীবনকথা নয়, পাঠান্তে একটি ভাবের জন্ম দেয়, যা নির্বিশেষ কোনও বিশেষ-এর খাঁচায় সীমাবদ্ধ নয়। ১৯৯৪ সালে পরীক্ষাটির প্রকাশ ঘটিয়েছিল 'সুবর্ণরেখা প্রকাশনা'। নতুন শতাব্দীর গোড়ার দিকেই বইট নিঃশেষিত, নানা পরিস্থিতিতে নতুন মুদ্রণ ঘটেনি। যখন নব্য প্রজন্মের কাছে শিল্প-পরীক্ষাটি অধরা হয়ে ছিল, দে বুক স্টোর (দীপু) এগিয়ে এল। আশা করা যায়, দীর্ঘকালের ব্যবধানে এর রস আস্বাদনে কোনো বিঘ্ন ঘটবে না।