'আমি যে কর্মশালায় আমার ছবি তৈরি করি, আপনাদের সেখানে নিয়ে যেতে চেষ্টা করব। যদি আপনাদের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। মাফ করবেন, কর্মশালাটি খুবই অগোছালো অবস্থায় রয়েছে কারণ এর মালিক খুব ব্যস্ত। তাছাড়া কিছু জায়গায় আলো খুব কম আর কয়েকটি ঘরে আমরা ঢুকবই না; এদের দরজায় বড়ো হরফে 'ব্যক্তিগত' লেখা বোর্ড সাঁটা আছে। এছাড়া গাইডটিও একটু ধন্দে আছে, কারণ সে জানে না ঠিক কোন জিনিসটি আপনাদের আগ্রহ জাগাবে।