প্রেম এক বিচিত্র অনুভূতি। বিচিত্র তার গতিপথ। কখনও সমতল, কখনও চড়াই-উতরাই বেয়ে তার চলন। কখনও সে দূরন্ত, কখনও সে শান্ত। এমনই বিচিত্র নানা স্বাদের প্রেম কাহিনি এই গ্রন্থে বর্ণিত হয়েছে- যার ভালোবাসার পাত্ররা রাজা বাদশাহ শাহজাদা আর পাত্রীর তালিকায় বাঈজি-নর্তকী থেকে সম্ভ্রান্ত বংশের মহিলারা। প্রেমে মশগুল রাজা বাদশা কখনও ভালোবেসে তাঁদের বেগমের মর্যাদা দিয়েছেন কিংবা প্রাসাদ বানিয়ে দিয়েছেন। কখনও প্রেমিকার ছলাকলা ও উদ্দাম প্রেমে টলোমলো হয়েছে তাঁদের রাজ্যপাট। আবার কখনও প্রেমের স্পর্শে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব এক সাংস্কৃতিক জগৎ। ইতিহাসের কবর খুঁড়ে তুলে আনা এগারোটি প্রেমকাহিনি- স্বাভাবিকভাবেই তাতে সংযুক্ত হয়েছে সেকালের ইতিহাস। সেকালের শিল্পীদের আঁকা ছবির ব্যবহারে গ্রন্থটি মনোগ্রাহী হয়ে উঠবে।