অগ্নিগর্ভ চট্টগ্রামের দীপশিখা জ্বলে উঠেছিল মুহুর্মুহু আক্রমণে! ব্রিটিশ সাম্রাজ্যবাদের অতন্দ্র প্রহরী চার্লস টেগার্টও এই চক্রব্যূহ ভেদ করতে ব্যর্থ হলেন। সমুদ্র পর্বত জঙ্গলে ঘেরা চট্টগ্রাম যার নেতৃত্বে হয়ে ওঠে বিপ্লবের রক্ততীর্থ, সেই সূর্য সেনের লেখা প্রবন্ধ, পত্রাবলী, নির্দেশিকা, ভবিষ্যৎ ভারতের কর্মপন্থা দুই মলাটে আবদ্ধ করে এক অচেনা বিপ্লবমানসকে চেনার প্রয়াস। এ এক অন্য অনন্য সূর্য সেন!