ভারতীয় সমাজে নারীর অবস্থান মূল্যায়ন করতে গিয়ে ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার ভারতীয় নারীকে চারটি পর্যায়ে ভাগ করেছেন-ঋগ্বেদের যুগে ভারতীয় নারী, স্মৃতিশাস্ত্রের যুগে ভারতীয় নারী, মধ্যযুগের বঙ্গ নারী, উনিশ শতকের বঙ্গ নারী। এই চার যুগের সমাজব্যবস্থার নানান উত্থান পতনের মধ্যে নারীর অবস্থানের ছবি নানা উদাহরণসহ বৌদ্ধিক মেধায় তুলে ধরেছেন শ্রীমজুমদার। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত এই ভাষণগুলি এই প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হল।