গ্রামের সবাই জানত বীরেশ্বর সামন্ত খুন হবে, শুধু বীরেশ্বর নিজে জানত না। জানত না, কারণ সে বিশ্বাস করেনি যে ভীষ্ম বাগাল আবার ফিরে আসবে। কিন্তু তার হত্যা কি বহু আগে, তার জন্মসময় থেকেই নির্ধারিত ছিল না? যেমন ছিল ভীষ্ম বাগালের মৃত্যুও? তাহলে মৃতের পুনরুত্থান যদি ভীষ্মের ক্ষেত্রে সম্ভব হয়, বীরেশ্বরের ক্ষেত্রে হবে না কেন? সামন্ত আর বাগালিরা কি প্রতিশোধ আর রিরংসার গ্রন্থিতে অনন্ত সময়ের জন্য আবদ্ধ নয়? রহস্য নয়, নয় সমাধানও, অপরাধ কেন ঘটেছিল আর সেটা অপরাধীর সত্তাকে কীভাবে আচ্ছন্ন করল, সেই প্রশ্নের তদন্ত করাই আমাদের সময়কার অনুসন্ধানীর একমাত্র কাজ। বীরেশ্বর সামন্তর হত্যা তাই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূণ হলাম আমরা, আমাদের অস্বস্তিকর মনোজগৎ।