সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে (৬০১-৬৪৬ খ্রিস্টাব্দ) চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ ভারতবর্ষে আসেন। এইসময় বৌদ্ধধর্ম পৃথিবী জয়ে সমর্থ হয়েছিল। প্রায় ১৫ বছর পদব্রজে এই ভারত ভ্রমণে তাঁর উদ্দেশ্য ছিল বৌদ্ধ পুস্তকাদি সংগ্রহ এবং বুদ্ধধর্মের যথার্থ ব্যাখ্যার সঙ্গে পরিচিত হওয়া। স্বদেশে ফিরবার সময় নানাধরনের বুদ্ধমূর্তি ও প্রায় সাতশোটি বৌদ্ধপুঁথি সঙ্গে নিয়ে যান। এই বিশাল সম্ভার নিয়ে যেতে কুড়িটি ঘোড়ার প্রয়োজন হয়েছিল। ভারতবর্ষ সম্পর্কে তিনি যে বর্ণনা তাঁর গ্রন্থে করেছেন তার মুখ্য বিষয়গুলি হল ভারতের নামকরণ, দেশের পরিমাণ, নগর ও গৃহাদির বর্ণনা, ভারতীয়দের আসন ও পরিচ্ছদ কেমন ছিল, তাদের লিপি-ভাষা-বিদ্যা ও গ্রন্থাদির পরিচয়, সামাজিক প্রথা, আচার-ব্যবহার, শাসনপ্রথা ও রাজস্বাদির পরিচয়, এমনকি গাছপালা, খাদ্যদ্রব্য, তৈজসপত্র বা রত্নরাজিদেরও তিনি পরিচয় দিয়ে গেছেন। হিউয়েন সাঙের ভারতভ্রমণের এই বিবরণ শুধু তৎকালীন বৌদ্ধ ভারতের দলিলই সে সময়ের ভারতবর্ষের ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটের নিপুণ চিত্রপট।