ব্রিটিশ পুলিশের গুপ্তচর বা Informerদের অগ্নিযুগের বিপ্লবীরা সাংকেতিক ভাষায় বলতেন 'টিকটিকি'। সেসময় বিপ্লবীদের ওপর নজর রাখার জন্য এই টিকটিকিরা পথে-ঘাটে, মেসে, স্কুল-কলেজে, ছাত্রাবাসে, পানের দোকানে, চায়ের দোকানে- সর্বত্র ছড়িয়ে থাকত। এই টিকটিকিদের নজর থেকে বাদ যাননি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, নিবেদিতা এমনকি সারদামণিও। টিকটিকিদের খাতায় রবীন্দ্রনাথ ছিলেন 'দাগী নং ৩'। আবার এই টিকটিকিদের ওপর নজরদারির জন্য অগ্নিযুগের বিপ্লবীদেরও ছিল গুপ্তচরবাহিনী। ইতিহাসের পাতা খেটে দুই পক্ষের টিকটিকি ও গুপ্তচরদের কার্যকলাপের ধারাবাহিক ছবি তুলে ধরা হয়েছে এই গ্রন্থে- যা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সূচিত করবে।
British Policer ‘Tiktiki’ o Agnijuger Biplabider Guptochor