এই বানান অভিধানটি লেখক-সংকলকের প্রায় সাড়ে চার দশকের ব্যাকরণ ও বানান-চর্চার ফসল। এ পর্যন্ত প্রকাশিত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাধারণ অভিধান ও বানান-অভিধানগুলিকে সূত্র হিসেবে গ্রহণ করে, এবং নানা আয়োজনে সেগুলিকে অতিক্রম করার প্রয়াসে এই অভিধানটি প্রস্তুত করা হয়েছে। সম্ভবত এটি এখন বাংলা বানানের সর্ববৃহৎ অভিধান। শুধু ভাষায় প্রাপ্ত শব্দ নয়, তার ভিত্তিতে সৃষ্ট এবং সম্ভাবিত শব্দের বিপুল সমাহারেও এ বইটি পুষ্ট। আর, লেখকের বানান সম্বন্ধে সর্বশেষ চিন্তাও এ বইয়ে নিহিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি এবং ঢাকার বাংলা একাডেমির বানান-নীতি এ বইয়ে যুক্ত করা হয়েছে। যাঁরাই মাতৃভাষার প্রতি সংগত শ্রদ্ধা নিয়ে বাংলা লিখবেন-বাজারের হিসেব থেকে প্রবন্ধ-নিবন্ধ বা মহাকাব্য- তাঁদের জন্য এ বই অপরিহার্য।