সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণের কেন্দ্রভূমি গোড়া থেকেই কলকাতা শহর। একেবারে প্রথম কাহিনি থেকেই ব্যোমকেশকে মহানগরের বাসিন্দা হিসেবে দেখিয়েছেন স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশকে কর্মসূত্রে প্রায়শই কলকাতার বাইরে যেতে দেখা গিয়েছে। বেশ কিছু ব্যোমকেশ কাহিনি আবার বাংলার চৌহদ্দি পেরিয়ে প্রসারিত। তবু প্রায় প্রতিটি আখ্যানেই কোনও না কোনও ভাবে কলকাতা জড়িত থেকেছে। কাহিনিক্রমের নিরিখে প্রথম 'সত্যান্বেষী' থেকে অসমাপ্ত 'বিশুপাল বধ' পর্যন্ত আখ্যানে কলকাতা এসেছে নানা কিসিমে, বিবিধ চরিত্রে, অজস্র বর্ণালিতে। কেমন ছিল ব্যোমকেশের কলকাতা? মনে রাখতে হবে, ব্যোমকেশ মফস্সলের মানুষ আর তার স্রষ্টা শরদিন্দুও কলকাতায় আগন্তুক। দুই 'বহিরাগত' মানুষের চোখে এই শহর যেভাবে দৃষ্ট হয়েছে, তার তুলনা বাংলা সাহিত্যে পাওয়া দুরূহ। কাহিনি বুনতে বসে অজিত বন্দ্যোপাধ্যায়ের বকলমে শরদিন্দু অনেক সময়েই প্রকাশ করেননি বিভিন্ন ঘটনার অকুস্থল।