লিখতে লিখতে এক একটা লেখা সোজা হয়ে উঠে বসে। ছুটে যায় দিগন্তের দিকে। তার দু-চোখ স্বপ্নীল, হৃদয় ভরে ওঠে অন্তহীন ভালবাসায়। লেখাটি সৌরভ ছড়াতে থাকে পাঠকের মনের বাগানে। কঠিন বাস্তবতার মধ্যে সপ্রাণ সেই লেখা তখন শিশিরভেজা সদ্যফোটা শিউলি। ধর্মে অবিশ্বাসী ও ধর্মপ্রাণ উভয় প্রকার মানুষকেই এই লেখা অধ্যাত্মসচেতন করে তোলে। তাঁর মধ্যে জন্ম দেয় এমন এক বোধ যা পৃথিবীর রহস্যময়তা, মানুষের জীবন আর নিজের বেঁচে থাকার তাৎপর্য সম্বন্ধে তাঁকে ভাবতে শেখায়। এই গ্রন্থের প্রত্যেকটি গল্প বাস্তবের মাটিতে জন্ম নিয়েও পাঠকের মনকে পৌঁছে দেবেই অসীমের লীলাপথে। প্রমান চাইলে পাতা উল্টে যে কোনো একটি গল্প পড়ে দেখুন।