চিরপুরাতন হয়েও চিরনতুন। প্রেমও যেমন, প্রেমের গল্পও তাই। তার ওপর, সে-প্রেমের গল্প লিখেছেন। সৌরভ মুখোপাধ্যায়; সমসাময়িক মূলধারার বাংলা ফিকশনে সবচোর 'ভার্সেটাইল' কলমটি যার অধিকারে রয়েছে বলে বহুজনের মত। সুতরাং, স্বল্পসংকলনটি হাতে নেওয়ার আগেই ওয়াকিফহাল পাঠক নিশ্চিন্ত হতে পারবেন যে, বাজারচলতি গতে বাঁধা আর-পাঁচটা প্রেমের গল্পের বই থেকে যোজন দূরে হবে তার অবস্থান। 'চৈত্রমাস আর সর্বনাশের গল্প'। নামকরণেই ইঙ্গিত আছে গড্ডলিকা থেকে দূরে থাকার। নতুন এই সংকলনের কুড়িটি প্রেমের গল্পই জনপ্রিয় পত্রপত্রিকায় পূর্বপ্রকাশিত। তুমুল আলোচিত ও পাঠক অভিনন্দিত সবক'টিই। লঘু-মধুর, গম্ভীর-বিষন্ন, কোমল-তীব্র-ইত্যাদি নানা রসের ভিয়েনে অপরূপ সব ভালোবাসার কাহিনি, যাদের বিষয় ও ভাষাপ্রয়োগের মেধাবী বৈচিত্র্য দেখলে চমকে উঠতে হয়। আজকের এই থ্রিলার-হরর-তন্ত্র-জরের জমানাতেও দক্ষ স্রষ্টার হাতে নিছক মানব-মানবীর' আখ্যান যে কত বর্ণাঢ্য চালচিত্রে ধরা দিতে পারে, তাদের। শরীর-মনের চেনা রূপকথা যে কী অভাবনীয় অরূপকথা হয়ে দাঁড়ায়- তার এক শীর্ষস্থানীয় নমুনা হয়ে রইল এই পূর্ববর্তী সংকলন 'গোল গল্প, চৌকো গল্পে'র মতো এ-গ্রন্থেও রয়েছে লেখকের নিজের বয়ানে একটি তাৎপর্যপূর্ণ মুখবন্ধ।