চণ্ডীমঙ্গল-এর মূল পাঠ নির্ণয়ে ড. সুকুমার সেন প্রায় চল্লিশ বছর নিযুক্ত ছিলেন। বর্তমান সংস্করণের পাঠ নির্ণয়ে চার পাঁচটি পুঁথির ওপর নির্ভর করা হয়েছে। এর মধ্যে প্রাচীনতম পুঁথির লিপিসমাপন কাল ১৭১৭ খ্রীস্টাব্দ। যদিও বর্তমান সংস্করণে মুকুন্দের কাব্যের মূল রূপ আবিষ্কৃত হয়েছে এই দাবি করা যায় না, তবে সে রূপ কেমন ছিল তার আদল এতে প্রতিফলিত হয়েছে। মুকুন্দের ভাষা অনুসরণ করলে মনে হয় রবীন্দ্রনাথের আগে এমন দক্ষতায় আমাদের ভাষা আর কোনো লেখক বিশুদ্ধ সাহিত্য রচনায় ব্যবহার করেননি। কবিকঙ্কন বিরচিত চণ্ডীমঙ্গলের প্রথম মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয় ১৮২৩-২৪ খ্রীস্টাব্দে। বইটিতে কতকগুলি ছবি ছিল, তা বর্তমান সংস্করণে পুনর্মুদ্রিত। এই সংস্করণের জন্য সম্পাদকের অনুরোধে আচার্য নন্দলাল বসু যে ছবি এঁকে দিয়েছিলেন তা এই গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে।
Chandimangal
A definitive edition of Kavikanıkan Mukunda's Chandimangal