কর্মজীবনে মাধব ইকোলজি ও পরিবেশ-এর ক্ষেত্রে ভারতবর্ষের একজন অগ্রগণ্য গবেষক হিসাবে বিখ্যাত হয়েছেন; কিন্তু, তার থেকেও গুরুত্বপূর্ণ হল যেভাবে মানুষের জন্য পরিবেশ এবং ইকোলজিক্যাল সুরক্ষায় তিনি তাঁর চিন্তার সঙ্গে তাঁর কাজের সমন্বয় সাধন করেছেন। এই বইয়ে মাধব সাত দশক ধরে চলমান জীবন ও কাজের এক খতিয়ান দিয়েছেন। আমি নিশ্চিত যে এই বই সব প্রজন্মের পরিবেশ গবেষক, কর্মী ও ছাত্রদের জীবন ও পেশাকে অনুপ্রাণিত করবে