স্বাধীনতা-উত্তর চল্লিশ দশকের উত্তর স্বাধীনতা-উ কলকাতায়, ছোট্ট নিম্নমধ্যবিত্ত জীবনের নানান কষ্টের মধ্যে কুসুমদিই সতুর একমাত্র আলো। কুসুমদি ওকে যা বলে, ও সেটাই করার চেষ্টা করে। আর সেইসব কাজের মধ্যে দিয়েই ও ক্রমশ দেখতে পায় কুসুমদির জীবনের লুকোনো আরেকটা দিক। ব্রিটিশবিরোধী আন্দোলনের পটভূমিতে কলকাতার আলো ছায়ার মধ্যে ক্রমশ কুসুমদির সঙ্গে সতু জড়িয়ে পড়তে থাকে নানান ঘটনায়। আর একটা একটা দিন করে এগিয়ে আসতে থাকে ওদের পাড়ার প্রথম দুর্গা পুজো। এর পাশাপাশি প্রায় সত্তর বছরের পরের একটা গল্পও আমরা দেখতে পাই সেই সতুদের পাড়াতেই। যেখানে এখনও নব্বই বছরের সতু বসবাস করে। গল্পের এই অংশে আমরা দেখি প্রাক্তন ফুটবলার হাট্টিমকে। দেখি হাট্টিমের এক সময়ের প্রেমিকা ইজনাকেও। দেখি রাখো, পিন্টুদা, মাদুলি, মুদ্রা, পাতাদা-সহ আরও অনেকে। এক অদ্ভুত পরিস্থিতিতে পাড়ার দুর্গা পুজো করাটাই হয়ে ওঠে সবার লক্ষ্য! কিন্তু অর্থনৈতিক বাধা আসে। তা হলে কি এবারও পুজো হবে না? 'ছাতিম', এমনই দুই সময়ের সমান্তরাল প্রবাহের গল্প শোনায়। শোনায় ভালবাসা আর বন্ধুত্বের নিখাদ জীবন কাহিনি।