'চৌরঙ্গী' পত্রিকার নির্মলকুমার সংখ্যা বিন্যস্ত বেশ কয়েকটি পর্বে: প্রথম পর্ব আত্মকথা। এই পর্বের তিনটি অধ্যায়। প্রথম অধ্যায়ে রয়েছে তিনটি সাক্ষাৎকার। এর মধ্যে দুটি সাক্ষাৎকার পুনর্মুদ্রিত আর তৃতীয়টি একান্তই 'চৌরঙ্গী' পত্রিকার নিজস্ব সংগ্রহ যার মধ্যে সংকলিত হয়েছে সাম্প্রতিক সময়ে শিল্পীর সঙ্গে আমাদের আলাপচারিতা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রদত্ত ওঁর সাক্ষাৎকারের নির্বাচিত অংশের অনুলিখন। এই পর্বের পরবর্তী অধ্যায়ে রয়েছে নির্মলকুমার বিরচিত একটি নাতিদীর্ঘ নিবন্ধ যার প্রতিপাদ্য বিষয় বাংলা ছবি; এবং মধু বসু, তপন সিংহ, ছবি বিশ্বাস, গঙ্গাপদ বসু, উত্তমকুমার, অরুন্ধতী দেবী, অনুপকুমার প্রমুখ চলচ্চিত্র ব্যক্তিত্বকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত ওঁর স্মৃতিচারণমূলক সাক্ষাৎকার ও নিবন্ধের পুনর্মুদ্রণ। আত্মকথা পর্বের তৃতীয় অধ্যায়ে সংকলিত হয়েছে লেখক নির্মলকুমার বিরচিত বিভিন্ন সময়ে প্রকাশিত তিনটি ছোট গল্প।