শ্রীগদ্যশরীর গ্রন্থটি পঞ্চপল্লবে উপন্যস্ত। প্রতিটি পল্লবে চারটি করে প্রবন্ধ নিয়ে মোট কুড়িটি প্রবন্ধ এই গ্রন্থে সংকলিত হয়েছে। সাহিত্য, ইতিহাস, দর্শন, লোককথা ও মহাজীবন-এই প্রবন্ধসমূহের কেন্দ্রীয় বিষয়বস্তু। পাঠকের মনে চিন্তা, চর্চা, মনন, বিশ্লেষণ ও অনুধ্যানের উদ্দীপনা সঞ্চারিত করাই এই গ্রন্থের উদ্দেশ্য। মনন সব সময়েই একটা বহুস্তরিত ব্যাপার। জীবন থেকে শিল্পসাহিত্য, শিল্পসাহিত্য থেকে হৃদয়বৃত্তির জাগরণ, হৃদয়োন্মেষ থেকে অধ্যাত্মবিদ্যা-মাটি থেকে আকাশের দিকে ক্রমশ ডানার বিস্তার। লেখকের দৃষ্টিতে জীবন আসলে এক সমগ্রতা-যা পরস্পরবিরোধী প্রবণতাসমূহকে এক আধারে ধরে রাখে। ধরিত্রী যেভাবে ধারণ করে রাখেন অযুত বিরুদ্ধ সম্ভাবনাকে তাঁর সুকঠিন গর্ভকোশের ভিতর।