গল্প ও উপন্যাসকার আফসার আমেদ যখন পাঠকদের কাছে আলোচিত নাম হয়ে উঠছেন, সে-সময়েই দপ্তরিপাড়ার ডায়েরি শীর্ষক তাঁর এই আকর কাজটি বই হয়ে বেরোল এবং অচিরেই তা 'জরুরি একটি বই' হিসাবে প্রচুর মানুষের মনোযোগ টেনে নিল। বাঁধাই হল বইয়ের শরীরে অস্থিসংস্থানের মতো, সে-কাজটি পরম যত্নে, দক্ষতায় এবং চূড়ান্ত অস্বীকৃতিতে যাঁরা যুগ যুগ ধরে নিশ্চুপে করে এসেছেন, বাঁধানো বইয়ের ছাপাপৃষ্ঠায় তাঁদের উঠে আসাটা তো আরও আগেই হওয়ার কথা ছিল! প্রকাশিত হওয়ার পর তিনটি দশক অতিক্রান্ত, বইটি এখনও পথিকৃৎ একটি কাজ বলেই গণ্য হয়। এই তিন দশকে দপ্তরিপাড়ার হাল-হকিকত অনেকটাই পালটে গেছে, বদল এসেছে কাজের প্রকরণে ও প্রকৌশলে। বইটিকে তাই একটি সময়ানুগ চেহারা দেওয়া জরুরি ছিল। সে-কারণেই এই সংস্করণটিতে যুক্ত করা হয়েছে আজকের দপ্তরিপাড়া নিয়ে একটি নিবন্ধ এবং দপ্তরিপাড়ার পরিভাষা নামে একটি শব্দকোষ।