বাংলায় স্বদেশী যুগের যাঁরা ঋত্বিক, দেশবন্ধু তাঁদের অন্যতম। আলিপুর বোমা মামলা থেকে হিন্দু মুসলমান মিলন-প্রচেষ্টা- সবক্ষেত্রেই তাঁর অবদান অনস্বীকার্য। দেশবন্ধুর হাত ধরেই বঙ্গ রাজনীতিতে নবযুগের উদ্বোধন। তাঁর স্বভাবে মিশেছিল আবেগ আর যুক্তি, উদার মানসিকতা আর দূরদর্শিতা। বাংলার ব্রিটিশ বিরোধী রাজনীতিকে তাঁর জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে গতিময় করে তুলেছিলেন। এই গ্রন্থে সেই দূরদর্শী চিন্তাবিদের দৃঢ় বক্তব্যকে মলাটবন্দী করে উপস্থাপন করা হল এ-যুগের পাঠকদের জন্য।