দেবীতমা দুর্গাকে নিয়ে প্রকাশিত গ্রন্থাবলী কম নয়। তার অধিকাংশ আধ্যাত্মিকতার নিরিখে আলোচিত। প্রতিমা- বিজ্ঞান ও সমাজতত্ত্বের ভিত্তিতে দেবী ও তাঁর পরিবারের বিশ্লেষণ তেমন একটা হয় নি। দেবী মূর্তি চিন্তায় যে বাঙালিয়ানা; কিংবা দেশান্তরের রূপ কল্পনায় যে স্বাতন্ত্র্য: অস্ত্র-আয়ুধ এবং হস্তমুদ্রায় যে তাৎপর্য অথবা পুত্রকন্যা মায় স্বামী দেবতাটির চারিত্রিক বৈশিষ্ট্য এবং জাতবৈরী অসুরের নৃতাত্ত্বিক পরিচয় সবই যুক্তিনিষ্ঠ আলোচনায় বিধৃত হয়েছে চৌত্রিশটি রম্যনিবন্ধে। এই গ্রন্থের গুরুত্ব বাড়িয়েছে দেশবিদেশের ১৩০ টি সাদাকালো এবং ১২০টি রঙিন ছবি, যেগুলো বিভিন্ন চিত্রবীথিকা, যাদুঘর এবং ব্যক্তিগত সংগ্রহ থেকে সংকলিত।