Ek Jeebon Sundarban
Ek Jeebon Sundarban
নদীর জল অষ্টমীর ভাটায় যে পর্যন্ত নামবে, সেই পর্যন্ত চর-জমির মালিকানা তার। সরকারি দলিলে সে কথাই লেখা। সুজন দাস তাই বাঁধের ওপর দাঁড়িয়ে তদারক করে সে জমির। মাছের ঘেরি তৈরি হবে সেখানে। কাদামাটির বাঁধে দাঁড়িয়ে স্বপ্ন দেখে চাটগাঁ থেকে প্রাণের দায়ে পালিয়ে-আসা সুজন।
কিম্বা, এপার-ওপার দেখা যায় না যে লোনা জলের মোহনায়, যেখানে জেলেরা কেরোসিনের কুপি বেঁধে ইলিশ-জাল ফেলেছে, নিঝুম রাতে যেন সার সার প্রদীপ ভাসিয়ে দেওয়া হয়েছে জলে, যেখানে অচেনা নৌকার মানুষ কাছাকাছি এসে বলে, একটু আগুন দিতে পারবা মাঝি, তামুক খাবু-আর অমনি সাবধান হয়ে যেতে হয়, কারণ কে না জানে যেও নৌকা ডাকাতিয়া ছিপ... অথবা, সেই বৃদ্ধ গ্রাম্য গাইডের কথা-পঞ্চাশ বিঘা জমি খুইয়ে যে এখন শহুরে টুরিস্টদের সামনে অভিনয় করে দেখায় সুন্দরবনের বানর কেমন ভাবে চুরি করে পালায় খড়ের আঁটি, যে মানুষটার বুকের ক্ষতে একটুখানি হাত ছোঁয়ালে তেতো হাসি ফুটে ওঠে ঠোঁটের কোনায়, আর মুখে ফোটে দৃঢ় প্রত্যয়- একদিন আসিবে বিপ্লব কলকলনাদে...
লোনামাটির দেশ, বাঘ-সাপ-কুমিরের যে দেশ এড়িয়ে গিয়েছিল পাণ্ডবরা, সেখানকার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাবেন কাঠের বাড়ি, মৌসুনি দ্বীপ আর বরজলালের কথা পড়তে পড়তে। সুন্দরবন তার জলের শব্দ, সী-গালের ডাক, বনের মাথায় নির্জন কুহকিনী জ্যোৎস্না আর ধূ ধূ ঘোলা জলে মাছ ধরার তুমুল উৎসব নিয়ে এ বইয়ের মর্মস্থল ছুঁয়ে আছে।
Ek Jeebon Sundarban
Author : Abhijit Sengupta
Publisher : Lyriqal Books