আপাতদৃষ্টিতে হরর উপন্যাস হলেও আসলে একটি উচ্চাকাঙ্ক্ষী প্রয়াস, যা লোককথা, প্রবাদ ও লৌকিক দেবতাদের সম্বল করে আখ্যানের উপরিতল নির্মাণ করে, সেখানে জনপ্রিয় জরের দিকে বাড়ানো থাকে একটি হাত, অপর হাতের প্রণতি অবতলে গড়িয়ে যায় আবহমান বাংলার ভাষাশ্রমিকদের প্রতি। জাদুবাস্তবতার বুননে পরাবাস্তবতার চুমকি মেশানো উপাদানগুলোকে গ্রহণ করে এখানে উত্থান হয়েছে এ উপন্যাসের শরীর। বাংলা সাহিত্যে নব্যধারার প্রয়োগ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবার অধিকার রাখে এই উপন্যাস।