একেন্দ্র সেনের সঙ্গে প্রথম সাক্ষাতের পর ওঁর কাহিনিকার বাপি লিখেছিলেন, "সাধারণত লোক দেখলে আমার বিতৃষ্ণা হয় না, কিন্তু মিস্টার সেনকে দেখে হল। উসকোখুসকো চুল-ভর্তি বিশাল মাথা একটা ক্যাংলা শরীরের ওপর বসানো। গায়ে নোংরা সাদা শার্ট। ঘি-রঙের কোটটা এমন কোঁচকানো যে মনে হয় কিছুক্ষণ আগেই কেউ ওটার ওপর বসেছিল। প্যান্টের অবস্থাও তথৈবচ। আমেরিকায় আসছে লোকটা, কিন্তু জামাকাপড়ের ব্যাপারে এতটুকু হুঁশ নেই! গলার স্বরটাও ভারী ঘ্যানঘ্যানে, বিরক্তিকর। তারপর একটা মুদ্রাদোষ কথার পিঠে 'স্যার' জোড়া..." বোঝাই যাচ্ছে প্রথম সাক্ষাতে বাপি কল্পনা করেননি যে এই একেন্দ্র সেন বা একেনবাবু একজন দুর্ধর্ষ গোয়েন্দা। তবে কতটা দুর্ধর্ষ, বাপিবাবুর লেখা কাহিনিগুলি পড়ে পাঠকরা বিচার করবেন।