সুজন দাশগুপ্ত লিখেছেন- সংখ্যার নিয়ম মাফিক, একেনবাবু সমগ্র-র তৃতীয় খণ্ডের পর এসে গেল চতুর্থ গণ্ড। একেনবাবু যে এতো কীর্তি করেছেন, এটাই তো জানা ছিল না। যদ্দুর জানি, এই কীর্তি কাহিনিগুলো লেখেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক বাপিবাবু। আচ্ছা বলুন তো, এইসব গাদা-গুচ্ছের লেখার পর বাপিবাবু ছাত্র পড়ানো বা রিসার্চ করার সময় পান কখন? একেনবাবু না হয় অধোম্মাদ কাজ-পাগলা লোক, কিন্তু বাপিবাবু? আমার কী মনে হয় জানেন, হইচই টিভি-তে একেনবাবু ওয়েব সিরিজ শুরু হওয়ার পর থেকে বাপিবাবুর মাথাও বিগড়েছে। ওয়েবে একটা করে সিজন হচ্ছে, আর বাপিবাবু তেড়েফুঁড়ে একটা নতুন খণ্ড লিখছেন। তিন নম্বর সিরিজ বেরোতে না বেরোতেই চতুর্থ খণ্ড। কে আগে ক্ষান্ত দেয় সেটাই দেখার। আর প্রকাশকও তেমনি, লেখা হলেই কি সেটা ছাপতে হবে নাকি। এখন একমাত্র ভরসা প্রমথবাবু। তিনি যদি বাপিবাবুকে দাবড়ানি দিয়ে একেন কীর্তি লেখা বন্ধ করান।