কম্পিউটার স্পেশালিস্ট বিভাস চৌধুরী আগুনে পুড়ে মারা গেলেন; নিউ ইয়র্ক মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কিউরেটর তোশি নাকাজিমা আত্মহত্যা করলেন। দুটোর মধ্যে কোনো যোগ আছে কি? দু-জনেই এক সময়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-তে পড়তেন, কিন্তু তাতে কী হল? *** ফিল্ম মেকার দিলীপ কাপাদিয়া ওঁর তথ্যচিত্রে একেনবাবুর একটা ইন্টারভিউ নেবেন। ছবিতে আরও কয়েক জন থাকবেন, তাদের মধ্যে এক জন রাজারানি রেস্টুরেন্ট চেনের মালিক বল্লভ শাহ। হঠাৎ বল্লভ শাহ খুন হলেন। একজন খুন করেছে বলে স্বীকার করল, কিন্তু একেনবাবু সেটা মানতে রাজি নন। কী মুশকিল! *** বিখ্যাত কথাকলি নৃত্যশিল্পী পারমিতা চ্যাটার্জী লিঙ্কন সেন্টারে নাচের প্রোগ্রামের পর দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মারা গেলেন। এ কি স্বাভাবিক মৃত্যু? পারমিতার ব্যবসায়ী মামা মানতে পারছেন না। *** এ ছাড়া আছে আরও কিছু একেন-কাহিনি। তার মধ্যে রয়েছে 'বর্মণবাড়ি রহস্য', যেটি 'হইচই' টিভি-তে 'একেনবাবু' ওয়েব সিরিজের চতুর্থ সিজনে দেখানো হয়েছে।