"আমি খুব খুশি হয়েছি 'ফেলুদার প্রথম তোপসে' বইটা বের হচ্ছে। কারণ বহুদিন থেকেই সিদ্ধার্থ বলছিল, সত্যজিৎ রায়ের তোপসে হিসেবে ওর অভিজ্ঞতা নিয়ে কিছু লিখবে। আগে যখন আমি ওর লেখা শেয়ার বাজারের নিউজ লেটারগুলো পড়েছি, দেখেছি প্রত্যেকটাতেই ও সত্যজিৎ রায়কে সবদিক থেকে জড়িয়ে নিত। এটাও একটা খুব মজার ব্যাপার। শেয়ার বাজারে নিউজ লেটার পড়ছি, হঠাৎ তার মধ্যে সোনার কেল্লা চলে এল, ফেলুদা চলে এল, সত্যজিৎ রায় চলে এলেন। এই বইটা একটা টাইম ক্যাপসুল। বইটার খুব প্রয়োজন ছিল। এতজন ইন্টারেস্টিং মানুষ ইনভলভড ছিলেন! আমার মনে হয়েছে, এই বইটা আট থেকে আশি সব বয়সের পাঠকেরই ভালো লাগবে।..."