গৌরকিশো রকিশোর ঘোষ স্মরণীয় হয়ে আছেন তাঁর বর্ণময় জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব ও নির্ভীক সাংবাদিকতার সূত্রে। হয়তো এই পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁর অসামান্য সৃষ্টি-ছোটগল্প। গৌরকিশোরের গল্প রচনার সূচনাকাল বিশ শতকের চারের দশক। যুদ্ধ, মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে উঠে এসেছে তাঁর গল্পের বিষয়, দেশকালচিহ্নিত নরনারী, আর গল্পকারের জীবনজিজ্ঞাসা। তাঁর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছিল পঞ্চাশের দশকে এবং শেষটি নব্বইয়ের দশকে। এই কালসীমায় লেখা বেশ কয়েকটি গল্পে মিশে আছে তাঁর আত্মজীবনের অংশ। যেমন 'সাগিনা মাহাতো' তাঁর নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে লেখা বিখ্যাত প্রতিবাদী কাহিনী। চল্লিশ থেকে সত্তর দশক পর্যন্ত প্রথম পর্বের গল্পগুলিতে তিনি দেশকাল সচেতন, সরস কৌতুকবোধে দীপ্ত, সত্যনিষ্ঠ ও স্পষ্টভাষী। দ্বিতীয় পর্বে গৌরকিশোরের গল্প অন্তর্মুখী, ঘটনাবিরল, অনুচ্চ কণ্ঠ, অল্প কয়েকটি রেখায় সুসম্পূর্ণ। এই দুই পর্ব মিলিয়ে খুব বেশি ছোটগল্প লেখেননি গৌরকিশোর, লেখার অবকাশও পাননি। পরিমাণ অল্প, কিন্তু যা লিখেছেন তার তুলনা নেই। তাঁর প্রত্যেকটি গল্প নিটোল, বহুবর্ণী মানুষের সুখ-দুঃখ, হতাশা-আনন্দের আলেখ্য। প্রত্যয়দীপ্ত জীবনবোধ, পর্যবেক্ষণ-শক্তি ও সজীব ভাষা গৌরকিশোরের ছোটগল্পকে অবিস্মরণীয় করেছে।