শ্রী অন্নদাশঙ্কর রায় আজ পশ্চিমবঙ্গের অগ্রণী সারস্বত প্রতিভা। কুড়ি বছর বয়স থেকে তিনি তাঁর সৃজনযজ্ঞ জাগ্রত করে রেখেছেন। বাংলা ভাষায় তাঁর সৃষ্টি সম্ভার বিচিত্রমুখী। ওড়িয়া ও ইংরেজী ভাষাতেও তাঁর রচনা আছে। তাঁর সাহিত্যমেধা ও প্রশাসনিক দক্ষতা বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠান ও শিক্ষায়তনের কাছে তাঁকে অপরিহার্য করে তুলেছে। বহু পুরস্কার এবং নানা মর্যাদায় তিনি ভূষিত হয়েছেন। বহু জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্রতী থেকেছেন। জাপান, পশ্চিম জার্মানি ও ইংলণ্ড সরকারের বিশেষ আমন্ত্রণে সেই সব দেশে সফর করেছেন। ওড়িয়া ও বাঙালী, হিন্দু ও মুসলমান, ইউরোপীয় ও ভারতীয় চেতনার সেতু বন্ধনে তিনি অনন্য। বিভিন্নমুখী ধর্মধারা, ভাষাবৈচিত্র্য, জাতিগত ও সাম্প্রদায়িক বহুবিধ ধ্যানধারণা তাঁর জীবনকে একটি সুসমঞ্জস ঐক্যমুখীনতা উপহার দিয়েছে।