সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাবার পরেও তাঁর মুঠোফোন নম্বর সযত্নে রেখে দেন অন্তরঙ্গ বন্ধু সুধীর চক্রবর্তী।
'এরকম বন্ধু আর কি হবে?' এক বিশেষ ঘটনার পর কবি অরুণকুমার সরকাররের উদ্দেশে বলেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
'কল্লোল' পত্রিকার সহ-সম্পাদক গোকুলচন্দ্র নাগ মৃত্যুর পূর্বে প্রিয় বন্ধু দীনেশচন্দ্র দাশকে একবার দেখতে চেয়েছিলেন।
'আমার সৌভাগ্য, আমি আমার অন্তরঙ্গ বন্ধু-রূপে পেয়েছিলাম এমন একটি মানুষকে ঠিক যেরকম মানুষ সচরাচর চোখে পড়ে না। কবি নজরুল ইসলাম সেই বিরলতম মানুষদের মধ্যে একজন।' এ উক্তি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের।
বঙ্কিমচন্দ্র-দীনবন্ধু, নিবেদিতা- জগদীশচন্দ্র থেকে সুকান্ত-অরুণাচল বসু-মোট ৩৪ জন বিশিষ্ট মানুষের বন্ধুত্বের রঙিন ছবি আঁকা হয়েছে এই গ্রন্থে