পার্থ চট্টোপাধ্যায়। জন্ম ১৯৭১। থাকেন জিরাট, হুগলি-তে। বাংলা ভাষা সাহিত্যের শিক্ষকতা করেন বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে। তিরিশের অধিক গ্রন্থ। সামাজিকতা পুরস্কার, পঞ্চানন কর্মকার স্মৃতি পুরস্কার সহ কিছু পুরস্কার পেয়েছেন লেখালেখির জন্য। আঞ্চলিক ইতিহাস চর্চা প্রিয় বিষয়ের ভেতর একটি। লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, ঈশ্বর গুপ্ত, মোহিতলাল মজুমদারকে নিয়ে বেশ কিছু গ্রন্থ। জেলার বিস্মৃত স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও কর্ম অন্বেষণ তার প্রিয় বিষয়ের একটি।