অসুর জনজাতির আরাধ্য দেবতা মহিষাসুর ওরফে হুদুড় দুর্গা। অন্যান্য আদি ও মূলবাসী জনজাতিদেরও তিনি অন্তরের রাজা। তাদের বিশ্বাস হুদুড় দুর্গাকে ছলনার আশ্রয় নিয়ে অন্যায় ভাবে হত্যা করেন এক আর্য রমণী। আর সেই অন্যায়কে মহৎ উপলক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয় বছর বছর দুর্গোৎসব উদযাপনের মধ্য দিয়ে। এক অসুর কন্যা সুরমা ঝাড়খণ্ডের লাতেহার জেলার প্রত্যন্ত এক অসুর গ্রাম থেকে বেরিয়ে এসে পড়ে কলকাতা পর্যন্ত। মাঝপথে মুখোমুখি হয় এক প্রতারকের যার লালসার শিকার হতে বসেছে হুদুড় দুর্গার প্রত্ন ঐশ্বর্য। সুরমা কি পারবে তার এই অসম লড়াইয়ে তার মত অন্যদেরও সামিল করতে? তাদের অস্তিত্ব রক্ষার লড়াই এগিয়ে নিয়ে যেতে।