নারী প্রেমে বধূ, স্নেহে মাতা- কিন্তু এইটুকুই তার সমগ্র পরিচয় নয়। এর আড়ালে থেকে যায় আরো কিছু - যা সূর্যের মতো দীপ্ত, নক্ষত্রের মতো উজ্জ্বল, সমুদ্রের মতো গভীর। এই গ্রন্থের উপজীব্য সেইসব ভারতীয় মায়েদের জীবনকথা- যাঁরা একাধারে রাজপত্নী হয়েও শুধু আরাম আয়েশে দিন কাটাননি, দক্ষতার সঙ্গে রাজ্যশাসন করেছেন, প্রয়োজনে রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছেন, বিদেশি শাসকের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। শুধু নিজের সন্তানের জন্মদাত্রী মা নয়, অনেক রাণীই প্রজাদের ভালোবেসে তাঁদের মা হয়ে উঠেছিলেন। ইতিহাস সৃষ্টিকারী সেই ব্যতিক্রমী মায়েদের উজ্জ্বল ভূমিকার কথাই এই গ্রন্থের পাতায় পাতায় বর্ণিত হয়েছে।