গল্প শুনতে কে না ভালোবাসে! আর কে না জানে, 'গল্প' মানেই মিথ্যা! বিজ্ঞাপনও গল্প বলে। সেই সব গল্প সত্যি কি? নাকি গল্পের চটকে মুড়ে যে কোনও পণ্য বা পরিষেবা এক মায়ার সংসার তৈরি করে, আর ক্রেতারাও তাতে আকৃষ্ট হন। তবে বিজ্ঞাপনের সেই গল্প তৈরির গল্প যখন লিখতে বসেন সারা জীবন বিজ্ঞাপনের সঙ্গেই কাটানো কোনও মানুষ, তখন 'সত্যি' আর 'মিথ্যে'-র সীমারেখা আবছা হয়ে যায়। এই বইতে লেখক বিজ্ঞাপন জগতে তাঁর নিজের অভিজ্ঞতার পাশাপাশি তুলে এনেছেন সেই সব বিজ্ঞাপনের 'গল্প', যারা 'গল্প হলেও সত্যি'। তা 'ফোকসওয়াগন' গাড়ি থেকে 'অ্যাবসোলিউট' ভদকা হয়ে 'নাইকি' জুতো পর্যন্ত প্রসারিত।