ইতিহাস থেকে সাম্প্রতিক কালপর্বের বহমানতায় বাঙালি সমাজে জাতিব্যবস্থার গুরুত্ব ও প্রভাবের একটি পাঠ, এই গ্রন্থ। বাংলায় জাতিব্যবস্থার উদ্ভব, ব্রাহ্মণ্যসমাজের ক্রমোচ্চবিন্যাস, নিম্নবর্গের উত্থানের প্রয়াস, জীবিকা ও কৌলিক বৃত্তির ভিন্নতায় মর্যাদার তারতম্য, নমশূদ্রদের সমাজচেতনার সমান্তরালে উপজাতীয় সমাজ এমনকি মুসলমান সমাজে এই শ্রেণীভেদের প্রভাব, এই বইটির আলোচ্য বিষয়। জাতি এবং বর্ণ, তার শ্রেণীভেদ ও শাখাবিস্তার বিষয়ে, বিশিষ্ট সমাজবিদ হিতেশরঞ্জন সান্যাল, আন্ড্রে বেতেই, পার্থ চট্টোপাধ্যায়, নির্মলকুমার বসু, শেখর বন্দ্যোপাধ্যায়, শিনকিচি তানিগুচি, সুরজিৎ সিংহ এবং রণজিৎকুমার ভট্টাচার্য-র প্রবন্ধগুলিকে অনুবাদ করেছেন, শেখর বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দাশগুপ্ত, শ্রীলেখা বন্দ্যোপাধ্যায় ও শিবশঙ্কর মুখোপাধ্যায়। জাতিব্যবস্থার বিস্তারিত ধারণে, তার সানুপুঙ্খ বিশ্লেষণে এই বইটি বাংলার সমাজজীবনের একটি বহুবর্ণ চিত্রের ব্যাপ্তি পেয়েছে
JATI, VARNA O BANGALI SAMAJ
Edited by Shekhar Bandyopadhyay & Abhijit Dasgupta