আজ থেকে ৩৩ বছর আগে প্রথম প্রকাশিত হয়েছিল এই গবেষণা-গ্রন্থটি। প্রয়াত সাহিত্যসেবী প্রাণতোষ ঘটক বহু আয়াসে নানা পুরনো গ্রন্থ আর জীর্ণ নথিপত্র ঘেঁটে সংগ্রহ করেছিলেন পুরনো কলকাতার পথঘাটের বিচিত্র জন্মকথা। এক কথায় এ বই কলকাতার জন্ম-ইতিহাস-এর একটু একটু করে বেড়ে ওঠার জীবন-বৃত্তান্ত। ৩০০ বছরের পুরনো কলকাতাকে, ৩০০ বছরের জীবন্ত কলকাতাকে জানতে হলে এ বই অপরিহার্য- শুধু ইতিহাসবেত্তার কাছে নয়, আমাদের সবার কাছে। এই কৌতূহল-উদ্দীপক গবেষণা গ্রন্থটি পুনঃপ্রকাশ তাই একটি পুণ্যকর্ম বলে বিবেচিত প্রকাশকের কাছে। বর্তমান সংস্করণে পুরনো রাস্তার নতুন নামকরণের তথ্যও যোগ করা হয়েছে। আর একটি উল্লেখযোগ্য সংযোজন প্রখ্যাত ঐতিহাসিক নিশীতরঞ্জন রায়ের মূল্যবান ভূমিকা।
KOLKATAR PATH-GHAT A History of Kolkata Street by Prantosh Ghatak